জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান বন্দর উপজেলা সরকারি কর্মকর্তারা। তারা আরো বলেন ইসলামিক রাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই মহান ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে। মহান ব্যক্তিদের স্মরণীয় করে রাখতেই ভাস্কর্য তৈরি। বাংলাদেশও ব্যতিক্রম নয়। মহান ব্যক্তিদের শত-শত ভাস্কর্য অক্ষত। কিন্তুু দেশটির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভেঙ্গে ফেলা এটা কোন নীতি?
১২ডিসেম্বর সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামের উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা,বন্দর ফাঁড়ির ইনচার্জ আজগর হোসেন, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আজিবুর রহমান বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ উপজেলার অন্যান্যো কর্মকর্তারা। ।