জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ঢাকায় স্থাপিত ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন-জিসিএ বাংলাদেশ’ এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষ্যে ভার্চুয়াল অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোকে একসাথে কাজ করতে হবে।’ সীমাবদ্ধতা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করে শেখ হাসিনা।