জনগনই আমার নির্বাচনের শক্তি-কাউন্সিলর প্রার্থী শাহেন শাহ
নাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী শাহেন শাহ আহাম্মেদ বলেছেন, সুবিদা বঞ্চিত জনগনের অধিকার প্রতিষ্টা ও রক্ষার জন্য আমি কাউন্সিলর প্রাথী হয়েছি। জনগনের সেবাই হবে আমার মূল লক্ষ্য। আমার নির্বাচনী শক্তী ও হাতিয়ার হচ্ছে জনগন। আপনারা কোন হুমকী দমকীকে ভয় করবেন না। আমার মূল্যবান ভোট বিক্রি করবেন না। শুক্রবার ১৭ ডিসেম্বও সন্ধ্যায় ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা যুব সংগঠন উই লাভ ষ্টারের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রাধান অতিথির বক্তব্যে কাউন্সিলর প্রার্থী হাজী শাহেন শাহ আহামেম এসব কথা বলেন। মোঃ আহাম্মদ আলীর পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সমাজ সেবক মোঃ মনির হোসেন, সেলিম পাঠান, নাসির উদ্দিন জুয়েল, মোঃ আমান হোসেন, আঃ রহমান প্রমূখ । শতশত নারী ও যুবকদেও উপস্থিতে উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়।