ত্বকের বলিরেখাকে বুড়িয়ে যাওয়ার লক্ষণ ধরা হয়। অনেকেই ভাবেন বয়স হয়েছে চেহারায় তো ছাপ পড়বেই! তবে সমবয়সী কারো চেহারা যদি টানটান দেখেন, তখন অজান্তেই মনটা খারাপ হয়ে যায়। তাই না? আর মন খারাপের কিছু নেই, যদি থাকে করলা। হ্যাঁ, ঠিক শুনেছেন! করলা রয়েছে ভিটামিন সি, যা ত্বকের জন্য একান্ত জরুরি।
ত্বক বিশেষজ্ঞদের মতে, চেহারা থেকে বয়সকে সরিয়ে রাখার জন্য যে সব সবজির উপর ভরসা করা যায়, তাদের মধ্যে অন্যতম করলা। তবে তার আগে জানতে হবে সঠিক উপায়ে ত্বকে করলা ব্যবহারে পদ্ধতি। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে- > করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। তাই ত্বককে টানটান রাখতে এর জুড়ি নেই। প্রতিদিন করলা সিদ্ধ করে তাতে লেবু ও লবণ যোগ করে খান। এতে ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘদিন। > করলার রসের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে তা মুখে মাখলেও উপকার পাবেন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ। মৃতকোষ ঝরিয়ে ত্বকে আলাদা উজ্জ্বলতা আনে এই মিশ্রণ। > করলা রক্তের মধ্যেকার ক্ষতিকর পদার্থকে বিনষ্ট করে রক্তকে পরিশুদ্ধ রাখে। যার প্রভাব এসে পড়ে ত্বকেও। তাই ত্বক থেকে বয়সের ছাপ সরাতে ও ত্বককে সুন্দর রাখতে প্রতিদিন সকালে করলার রসও যেতে পারেন। > করলার বীজ সরিয়ে, তা বেটে মুখে লাগান। সপ্তাহে তিন দিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই ত্বকের যৌবন ফিরবে রাতারাতি।