ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনের সামরিক বাহিনী। প্রতিবেশী দুই দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবারে এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ভারত ও পাকিস্তান উভয়েই চীনের বন্ধু। তারা আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করুক। যেসব মতপার্থক্যের কারণে তাদের মধ্যে এই উত্তেজনা সেটা নিরসনে কাজ করতে হবে দুই দেশকেই।’
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল রে গুয়াংচাং ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে করা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাদের সর্বশেষ অবস্থার খোঁজ খবর রাখছি। চীন দুই দেশের চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’