মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে এই প্রথম মেয়াদবিহীন ডেটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও টেলিটক। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।বিটিআরসি জানায়, দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এই দুই অপারেটরের মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে। এই সুবিধা পেতে গ্রামীণফোনের গ্রাহকদের এক হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডেটা কিনতে হবে। আর টেলিটক গ্রাহকদের ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডেটা প্যাকেজ কিনতে হবে।
রোববার থেকেই এই সুবিধা চালুর কথা। বর্তমানে রবি ও বাংলালিংক গ্রাহকরা এই সুবিধা পাবেন না। এর আগে গেল ২৮ এপ্রিল এক বছর মেয়াদে ডেটা প্যাকেজ চালু করে সব মোবাইল অপারেটররা।