চার জেলায় পৌর নির্বাচনে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন প্রার্থীকে মারধরেরও অভিযোগ ওঠে। উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হলেও আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু মান্দারতলা কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যালটবাক্স ভাঙচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআরশেল ছোড়ে পুলিশ। পরে মান্দারতলা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
এদিকে উপজেলার প্রিয়নাথ কেন্দ্রে জাল ভোট দেয়ায় দুইজনকে আটক করা হয়। যশোরের মণিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম রামপুরে বিএনপি ও সতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এসময় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটে। টাঙ্গাইলের ভূঞায়াপুরের কুতুবপুর কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। এদিকে সাতক্ষীরার কলারোয়ায় ভোটে কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী।