চাঁদাবাজির অভিযোগে সেনা বাহিনীর হাতে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর গ্রেপ্তার
নারায়নগঞ্জ প্রতিনিধি….
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুতপাতে গড়ে ওঠা দোকানে চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁও উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান(৪৮)কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল রোববার ভোর রাতে হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্ট শেখ হাসিনা ত্যাগের পর আতাউর রহমান দলের পদপদবির দাপটে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটের ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানদারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে খুলে খুলে দেয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে প্রতি দোকান থেকে প্রতিদিন ৫০০ টাকা চাঁদা আদায় করে আসছে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে রাজধানীতে চলাচলরত নাফ, বোরাক, ট্রাক স্ট্যান্ডসহ পরিবহন সেক্টর থেকে গনহারে চাঁদাবাজির অভিযোগ রয়েছে আতাউরের বিরুদ্ধে । এছাড়াও আতাউর রহমান, মোতালেব কমিশনার সহ বিএনপির একাধিক নেতা টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোনে শিল্প প্রতিষ্ঠান দখলে নেয়। দেশে অস্থিতিশীল অবস্থা থাকার সুযোগে একের পর এক অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতের ঘটনায় মামলা দায়ের করে ব্যবসায়ী সহ নানা পেশার মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ বানিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারকৃত আতাউর রহমানের ভাতিজা হৃদয় (৩৩) অনিক (২৬) সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও স্ত্রী বিউটি ছত্র ছায়ায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে । শেখ হাসিনা দেশ ত্যাগের পর আতাউর রহমান বিএনপির পদপদবির দাপটে সন্ত্রাসী স্বর্গরাজ্যে পরিনত করে তুলেছে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা।