লঞ্চের সিট নিয়ে তর্কের জেরে চাঁদপুরে সুমন গাজী (৩২) নামে এক যাত্রীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে ওই যুবককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পিঠে জখম করা হয়। সুমন চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার স্বপন গাজীর ছেলে। তিনি ঢাকা বিমানবন্দর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন।
সুমনের মেজো ভাই শরিফ গাজী বলেন, সম্প্রতি দুই লাখ টাকা ঋণ করে এলাকায় জমি কিনে সে। সেই টাকার মাসিক কিস্তি পরিশোধ করতে চাঁদপুর যাচ্ছিল সুমন। সে খুব সহজ-সরল ছেলে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে এমভি সোনার তরী-৩ লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন সুমন। লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি এলে বাবু নামের যাত্রীর সঙ্গে সিটে বসা নিয়ে বাগবিতণ্ডা হয়। লঞ্চে থেকে বাবু তার লোকজনদের খবর দিয়ে লঞ্চঘাটে আনে। পরে রাত সোয়া ১১টার দিকে লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে বাবু ও তার সঙ্গীরা সুমনকে মারধর করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে পেটে ও পিঠে আঘাত করে। এ সময় সুমনের কাছে থাকা টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।