গত ২ দিন ধরে বন্দরে আবারও মিশুকসহ চালক সাইদুল নিখোঁজ
মিশুক চালক কায়েস হত্যাকান্ডের রেস কাটতে না কাটতেই
বন্দরে আবারও সাইদুল ইসলাম (২৬) নামে আরো এক মিশুক চালক মিশুকসহ
নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার ( ৯ অক্টোবর) বিকেল ৪টায় কাজের
উদ্দেশ্যে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে মিশুক নিয়ে বের
হয়ে ওই মিশুক চালক গত ২ দিনেও বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি
করে নিখোঁজ মিশুক চালকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে তার মা রোকেয়া
বেগম বাদী হয়ে নিখোঁজ ঘটনার ২ দিন পর মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে বন্দর থানায়
নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৪৭৯ তাং- ১১-১০-২২ইং।
নিখোঁজ মিশুক চালক সাইদুল ইসলাম বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা
পানির ট্যাংকি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। তথ্য সূত্রে জানা গেছে,
প্রতিদিনের ন্যায় গত রোববার বিকেলে মিশুক চালক সাইদুল ইসলাম জিবীকার
তাগিদে তাদের নিজেস্ব মিশুক নিয়ে কাজে বের হয়ে আর বাড়িতে ফিরে
আসেনি। এ ঘটনায় নিখোঁজের আত্মীয় স্বজনরা অনেক স্থানে খোঁজাখুজি
করে মিশুক চালকের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে তার মা বাদী হয়ে বন্দর থানায়
সাধারন ডায়রী এন্ট্রি করেন। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ মিশুক
চালককের সন্ধানের জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।