৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার | সকাল ৯:৩১ মিনিট
ঋতু : শীতকাল | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

শিরোনাম :
হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের হদিস নেই ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ সিটি করপোরেশন পরিচালনায় কমিটি, কাউন্সিলরের দায়িত্বে থাকবেন যিনি কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা ‘শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা’ রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর চাঁদাবাজির অভিযোগে সেনা বাহিনীর হাতে সোনারগাঁও উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর গ্রেপ্তার বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ সড়ক যেন অপরাধীদের কবলে ! এ যেন মরন ফাঁদ!!  মদনপুর -মদনগঞ্জ সড়ক|| পুলিশী টহল বৃদ্ধির আশ্বাস ওসির… সাবেক এমপি শামীম ওসমানের স্নেহভাজনআলীর বিএনপি নেতা হওয়ার খায়েশ পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা৭ বছরেও অস্ত্রের উৎস মেলেনি জিআই পণ্যের স্বীকৃতি পেল মধুপুরের আনারস মিরপুরে নয় কানপুরেই শেষ সাকিবের ক্যারিয়ার! অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন পঞ্চগড়ে কুকুরের কামড়ে নার্সসহ আহত ১৪ দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত : জয়নুল ফারুক স্কুলে ভর্তিতে এ বছরও থাকছে লটারি শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে : জিএম কাদের

কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় কোন প্রকার ঘোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে মোষলধারে বৃষ্টির মধ্যেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল। ভোটারদের উৎসাহ উদ্দিপনার মধ্যে ভোট দিতে দেখা গেছে। তবে দিনের মাঝামাঝি সময়ে আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন, এ পৌরসভার নয়টি কেন্দ্রের সকল কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কেন্দ্র গুলো আওয়ামীলীগের প্রার্থীর লোকজন দখল করে নেয়। তার কিছুক্ষন পর গোপালদী পৌরসভার বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মুশফিকুর রহমান নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সকালের দিকে মুষলধারে বৃষ্টির কারনে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি একটু কম ছিল। বেলা ১০টার দিকে বৃষ্টি কমে আসলে পেককাদার মধ্যে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের প্রচন্ড ভিড় দেখা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে নারী ও পুরুষ ভোটারা ভোট দেয়। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের বেশ উপস্থিতি দেখা যায়। সকালে ভোট শুরু হওয়ার পর গোপালদী পৌরসভার সদাসদী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে কিছুটা উত্তেজনা দেগা দিলে আইনশৃংখালা বাহিনীর হস্তক্ষেপে তার নিরসন হয়।

সকাল সাড়ে নয়টার দিকে আড়াইহাজার পৌরসভার সরকারী সফর আলী কলেজেও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ তা নিয়ন্ত্রনে আনে। বেলা ১১টার দিকে কামরানীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জালা ভোট দেওয়ার অভিযোগ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার। আড়াইহাজার ও গোপালদী পৌরসভার ভোট কেন্দ্রগুলো ঘুরে সকালের দিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের এজেন্টদের ভোট কেন্দ্রে দেখাগেলে ও দুপুরের দিকে তাদের বেশীরভাগই দুপুরের খাবারের কথা বলে কেন্দ্র থেকে চলে আসে বলে প্রিসাইডিং অফিসাররা জানান। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে।

আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তারের সকল ভোট কেন্দ্রের ভোট স্থগিতের ব্যাপারে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সুন্দর আলী বলেন, বিএনপি মেয়র প্রার্থী তাদের নিশ্চিত পরাজয় আচ করতে পেরে নির্বাচন বাঞ্চাল করার জন্য এ মিথ্যা অভিযোগ করেছে।

অপরদিকে গোপালদী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীর মুশফিকুর রহমানের ভোট বর্জনের ব্যাপোরে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এম এ হালিম সিকদার বলেন, নির্বাচনে পরাজিত হবে দেখেই এ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনকে কলঙ্কিত করতে এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্য নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আড়াইহাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তারের ভোট কেন্দ্র দখলের ও ভোট কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে লিখিত আবেদনের ব্যাপারে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ফয়সল কাদের বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগটির ব্যাপারে তাৎক্ষনিকভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্যাট,আইনশৃংখলা বাহিনী ও নির্বাচন কমিশনের টিম ঘুরে এবং প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে এর কোন সত্যতা পাওয়া যায়নি। গোপালদী পৌরসভার নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, গোপালদী পৌরসভার প্রতিটি কেন্দ্রেই শতস্ফুর্ত ভোট হয়। এখানে কোন কেন্দ্রেই কোন প্রকার সমস্যা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে ভোট গ্রহন শেষে প্রতিটি কেন্দ্রে উপস্থিত প্রার্থীদের এজেন্টদের সামনে ভোট গণনা করা হয়।