গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. সাইম। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরদিরামপুর এলাকার মৃত হাছেন আলীর ছেলে। তার হাজতি নম্বর ২৩৯৫/১৭।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এর সিনিয়র জেল সুপার রতœা রায় বলেন, আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কারাগারে বন্দী ছিলেন মো. সাইম।
গতকাল সন্ধ্যায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইম মারা যান।