সম্প্রতি কাজি শুভ আর শান্তা ভৌমিক এর গাওয়া,একটি রোমান্টিক গানের শুটিং শেষ হল। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে। গানটি তে মডেল হিসেবে ছিলেন শাওন ও শিখা খান । গানটির কোরিওগ্রাফি, পোষাক পরিকল্পনা ও পরিচালনা করেছেন নির্মাতা শাহরিয়ার শাহীন। গানটি র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে অঝ ঝঊজওঊঝ । নির্মাতা শাহীন শাহরিয়ার বলেন – আমি গানটির দৃশ্য ধারন থেকে শুরু করে পোষাক পরিকল্পনায় সব কিছুতে অনেক টা সিনেমাটিক স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। আর তাই যথেষ্ট যতœ নিয়েই গানটির দৃশ্য ধারন করেছি। আমার বিস্বাস মিউজিক ভিডিওটি আপনাদের নিরাশ করবে না।
মডেল শিখা খান বলেন , গানটির কিছু অংশ কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন শুটিং হয়েছে, এর পর সিলেটের বিভিন্ন মনোরম লোকেশন এ গানটির বাকি অংশের দৃশ্য ধারন শেষ হলে খুব শিঘ্রই দেশের বিভিন্ন টিভি চেনেলে গান টি প্রচারিত হবে। আমি আশা করি এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। আর দর্শকদের কাজটি ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে। খুব শিঘ্রই বিভিন্ন টিভি চ্যানেলে গানটি সম্প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যাই ।