বিশেষ প্রতিনিধি :- কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফারিকুল ইসলাম ফালান আমাদের মাঝে আর নেই ইন্না-লিল্লাহি ইন্ন- ইলাইহি রাজিউন।া মৃত্যু কালে তার বয়স ৬৮ বছর সে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের কল্যান্দী এলাকায় মৃত্যু সোলেমান সরদারের ছেলে সাবেক এই মেম্বার ফারিকুল ইসলাম ফালান মৃত্যু কালে দুই মেয়ে দুই ছেলে সন্তান সহ অসংখ্য নাতি নাতনী রেখে যান তার মৃত্যুতে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান গভীর শোকও সমবেদনা জানান। বৃহস্পতিবার কল্যান্দী ঈদগা মাঠে জহুর নামাজ পরে জানাজা শেষে তাকে কল্যান্দী কবরস্থানে দাফন করা হয়। এক শোক বার্তা দেলোয়ার প্রধান বলেন মানুষ চির কাল বেঁচে থাকে না আমরা ও একদিন চলে যাবো,শুধু রেখে যাবো স্মৃতি তার জন্য আমাদের দেওয়ার কিছু নেই শুধু আছে দোয়া আপনার সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যত বেহেস্তে নসিব করে আমিন।