করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের টিকাদান কেন্দ্রে টিকা নেন তিনি।
টিকা নেয়ার পর শামীম ওসমান সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার পরামর্শ দেন।
এসময় জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম ও আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জে করোনার টিকা প্রধান কার্যক্রম শুরু হয়। ২৪ ফেব্রুযারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা গ্রহণ করেন শামীম ওসমান।