করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শহীদুল্লাহ্ শহীদ। আজ বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। মৃত্যুকালে স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন শহীদ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, শ্রীপুর পৌরসভা মেয়র নির্বাচন আগামী ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।