স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে যারা জঙ্গিবাদ উসকানী দেয় তারা সত্যিকারের ইসলাম প্রেমী হতে পারে না। একটি চক্র ইসলামের নামে আমাদের সহজ সরল যুবকদের বিপদগামী করছে। তাই পারিবারিকভাবে ছেলেমেয়েদের নৈতিক শিক্ষায় অনুপ্রেরণা দিতে হবে। শুক্রবার ১২ ফেব্রুয়ারী রাতে বন্দরে দক্ষিন লক্ষণখোলা দারুস সালাম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বন্দরে লক্ষণখোলা দারুস সালাম হাফিজিয়া ক্বওমী মাদ্রারাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আমির হুসাইন বাদশার সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার মো. আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহদেম ইমন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোরশেদ আলম আখিসহ স্থানীয় ব্যাক্তিবর্গরা। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাধবদী মসজিদে খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি এহতেশামুল হক কাশেমী( উজানী)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সিকদার বাড়ি কেন্দ্রী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ মাদানী, বন্দর উত্তর লক্ষণখোলা মুহতামিম মদিনাতুল উমুল মাহমুদিয়া মাদ্রাসার হযরত মাওলানা মুফতি আবুল কাশেম, লক্ষণখোলা বড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল- আমিন আনসারি।