২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার | রাত ২:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজায় গণহত্যা সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড গাজাবাসীর সমর্থনে হরতালের ডাক সারজিসের ড. ইউনূস ও বিমসটেক- সম্মেলন দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র……………. এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার গত একসপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ শিশু নিহত… স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে………… গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে : নাহিদ চট্টগ্রামে শিশু বলাৎকার, শিক্ষক আটক-এন সিটি নিউজ২৪.কম চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে প্রধান উপদেষ্টা-এন সিটিনিউজ২৪.কম একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী-এন সিটিনিউজ২৪ টঙ্গীবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত-এন সিটি নিউজ২৪.কম মুন্সীগঞ্জ জেলা কমিটি অনুমোদন জিসপ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ-্এন সিটি নিউজ২৪ ২০১৩ সাল ছিল আ.লীগের হত্যার মহোৎসব : প্রেস সচিব মিষ্টি জান্নাত ——————–

ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্র ও মিত্রদের-এন সিটিনিউজ২৪

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েল-লেবানন সীমান্তে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্য বেশ কয়েকটি দেশ। পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজার যুদ্ধবিরতির প্রতিও সমর্থন জানিয়েছে তারা।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর এ আহ্বান জানায় প্রভাবশালী সাতটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েল ও লেবাননের সীমানা নির্ধারণী ‘ব্লু লাইন’ বরাবর এ যুদ্ধবিরতি প্রযোজ্য হবে আর সংঘাতের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের জন্য পক্ষগুলোকে আলোচনার সুযোগ করে দেবে।

যুদ্ধবিরতির আহ্বান জানানো দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, “অবিলম্বে এই সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারসহ সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”

হোয়াইট হাউস প্রকাশিত এই যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে; জানিয়েছে রয়টার্স।

বুধবারও লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিগুলো সংকলন করে জানিয়েছে রয়টার্স। এসব হামলায় আহত হয়েছেন আরও ২২৩ জন।

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, তারা লেবাননে একটি সম্ভাব্য স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন, এ জন্য দুই ব্রিগেড রির্জাভ সেনা তলব করা হয়েছে।

তার এমন মন্তব্যে লেবাননের সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে ব্যাপক যুদ্ধের রূপ নিতে পারে বলে শঙ্কা আরও জোরদার হয়েছে।

হোয়াইট হাউসের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শত্রুতা হ্রাস করার জন্য ওয়াশিংটন গত কয়েক মাস ধরে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল।

ওয়াশিংটন ও এর মিত্ররা এসব আলোচনাকে ২১ দিনের যুদ্ধবিরতি চলার সময়কালে একটি বিস্তৃত চুক্তিতে রূপান্তর করার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাইডেন বিশ্ব নেতাদের সঙ্গে প্রতিটি সাক্ষাতে যুদ্ধবিরতির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও জানান, ইসরায়েলে ও লেবাননের সঙ্গে আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা অনুভব করেছে, যুদ্ধবিরতির আহ্বান জানানোর এটাই সঠিক সময়।