সিরাজগঞ্জে মৌসূমী ইরি বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। শীত ও কুয়াশা উপক্ষো করে তৈরী করা জমিতে (প্লট) ধানের বীজ বোপন শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে এবার ৬ হাজার ৯৬৭ হেক্টর জমিতে এই ধানের বীজ বোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই নদী নালা খাল বিলসহ বিভিন্ন স্থানে ৪ হাজার ৫১৫ হেক্টর জমিতে এ ধানের বীজ বোপন করা হয়েছে। এসব বীজতলায় ২৮, ২৯, ৭৪, ৮১সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বোপন করা হয়েছে ও হচ্ছে। তবে শয্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এ বীজতলা বোপন কাজ চলছে প্রায় দিন রাত। ২/১ সপ্তাহের মধ্যে নির্ধারিত হেক্টর জমিতে বীজতলা তৈরী ও বোপন শেষ হবে। স্থানীয় আদর্শ কৃষকরা বলছেন, এবার কিছুটা আগেই এ বীজতলা তৈরী ও বীজ বোপনের কাজ শুরু করা হয়েছে। এ ধানের বীজ বোপনের সাথে সাথে শীত ও ঘন কুয়াশা ঝেকে বসেছে।
এ কুয়াশাজনিত কারণে ধানের চারা গজাতে জটিলতার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উর্ধতন কর্মকর্তারা বলছেন, এবার আবহাওয়া অনুক’লে থাকলে বীজতলায় ধানের বীজ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে মাঠে মাঠে এসব ধানের চারা রোপনের কাজ শুরু হবে বলে তারা উল্লেখ করেন।