কাল বিলম্ব না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছে দেশটির সরকার বিরোধী ১১ দলের সমন্বয়ে গঠিত জোট ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’(পিডিএম)। সোমবার পাকিস্তানের মুলতান শহরে সরকারের জনসমাবেশ বিরোধী বাঁধা অতিক্রম করে জোটটি বিক্ষোভ প্রদর্শন করে এই দাবী জানায়। দেশটিতে যখন করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে তখন সরকার সভা সমাবেশের উপর কঠোরতা আরোপ করেছে। এ নিয়ে সরকার এবং জোটটির মধ্যে বিপরীত মনোভাব বিরাজ করছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার মুলতান জেলা প্রশাসন সকল ধরণের সভা সমাবেশের অনুমতি নাকচ করে দেয়। পুলিশ এবং জেলা প্রশাসন দেশটির বিভিন্ন জায়গা, ভ্যেনু, কিলা কোহনা কাসিম বাগ স্টেডিয়ামের চারপাশ অবরোধ করে রাখে। তবে বিরোধী জোট পিছু হটতে অস্বীকৃতি জানায় এবং বাঁধা উপেক্ষা করে সমাবেশকে সফল করার পরিকল্পনা করে।
এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো সমর্থকরা মুলতানের ঘাঁটা ঘর চক স্থানে সমবেত হন। সেখানে প্রধান নেতা হিসাবে উপস্থিত ছিলেন জমিয়ত-ই-উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।।