বৈশ্বিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক (editor-in-chief) হচ্ছেন আলেজান্দ্রা গ্যালোনি। রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে তিনি সংবাদ সংস্থাটির প্রথম নারী প্রধান সম্পাদক হতে যাচ্ছেন। এই মাসে রয়টার্সের প্রধান সম্পাদকের পদ থেকে অবসর নিচ্ছেন স্টিফেন জে আডলার। এক দশক ধরে নিউজ রুমের নেতৃত্ব দিয়েছেন স্টিফেন। তার নেতৃত্বে সাংবাদিকতা খাতে সর্বোচ্চ সম্মান ৭টি পুলিৎজারসহ অসংখ্য পুরস্কার পেয়েছিল রয়টার্স। এবার স্টিফেনের স্থলাভিষিক্ত হবেন আলেজান্দ্রা গ্যালোনি।
চারটি ভাষায় কথা বলতে পারেন আলেজান্দ্রা গ্যালোনি। ব্যবসা ও রাজনীতি বিষয়ে সংবাদ সংগ্রহে বিশাল অভিজ্ঞতা আছে ৪৭ বছর বয়সী এ সাংবাদিকের। রয়টার্সে যোগ দেওয়ার আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালেও কাজ করেছেন তিনি। সারা বিশ্বে রয়টার্সের প্রায় ২ হাজার ৪৫০ জন সাংবাদিক আছে। তাদের নেতৃত্ব দেবেন আলেজান্দ্রা গ্যালোনি।