বরগুনার তালতলীতে একটি মোবাইল দোকানের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের মা টেলিকম নামের একটি দোকান লুট করা হয়।
জানা গেছে, সোনাকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবার ফরাজীর স্ত্রী সুমাইয়ার নেতৃত্বে ১০ জন মিলে ফকিরহাট বাজারে মা টেলিকম নামের মোবাইলের দোকান লুট করে। দোকানে থাকা প্রায় ৩০ লাখ টাকার মোবাইল এবং মালামাল নিয়ে যায়। মুজিবার ফরাজীর স্ত্রী সুমাইয়া দোকানের মালিক কামরুলের ফুফু।
দোকান মালিক কামরুলের মা বলেন, দোকানের জমি নিয়ে কয়েক দফায় আমার শাশুড়ির সঙ্গে সালিশ বসলেও আমার স্বামী ও ছেলেকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। পরে দোকানে থাকা ৩০ লাখ টাকার মালামাল লুট করে দোকানের দখল নিয়েছে। আমি এর বিচার চাই।