উপজেলা পরিষদ নির্বাচনে বিধি ভেঙে ভোটের প্রচারে অংশ নেয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা-৫ আসন) ও নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দুসকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনতিবিলম্বে সংসদীয় এলাকা ছাড়তে তাদের বরাবর চিঠি পাঠানো হয়েছে।
দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব ও আচরণবিধি লঙ্ঘনের জন্য এ দুই এমপিকে ইসির এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার জানান ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ। এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে ফরহাদ আহাম্মদ খান জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারণায় রয়েছেন।