আফগানিস্তানের গজনি প্রদেশের গিলান জেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ১২ শিশু মারা গেছে। পাশাপাশি আরও ১২ জন গুরুতর আহত হয়েছে। আফগানিস্তানের স্থানীয় সাংবাদিক সাইফুল্লাহ মাফতুন দেশ রূপান্তরকে জানিয়েছেন, ভুক্তভোগী শিশুরা শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল। কিন্তু তা ছিল আসল!
বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটল, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিও ছড়িয়েছে বলে জানিয়েছেন মাফতুন। তিনি বলেছেন, কোরআন মাহফিলে হামলার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। মোট মারা গেছেন ১৫ জন। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক। অসমর্থিত তথ্যের উদ্ধৃতি দিয়ে মাফতুন এই প্রতিবেদককে বলেছেন, বিস্ফোরক পদার্থ একটি রিকশায় মজুত ছিল বলে ধারণা করা হচ্ছে।