ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের আসরের জন্য হওয়া নিলামে অবিক্রিত ছিলেন মোস্তাফিজুর রহমান। ১ কোটি রুপির ভিত্তি মূল্যে গত বছরের ডিসেম্বরে হওয়া নিলামে এই বাঁহাতি পেসারকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চইজি। অবশ্য গত মার্চে রাজস্থান রয়্যালসের কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন। করোনা মহামারির কারণে সে সুযোগ কাজে লাগাতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স ও দুই মৌসুম খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকেও ১৯শে সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হওয়া আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। আইপিএল চলাকালীর সময়ে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর থাকায় মোস্তাফিজকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লাসিথ মালিঙ্গার বদলি হিসেবে মোস্তাািফজকে চেয়েছিল মুম্বাই। বিসিবির ছাড়পত্র না পাওয়ায় মোস্তাফিজের জায়গায় আইপিএলের রেকর্ড চারবারের শিরোপাজয়ীরা নিয়েছে জেমস প্যাটিনসনকে। কলকাতা নাইট রাইডার্স ইংলিশ পেসার হ্যারি গার্নির বিকল্প এখনো খুঁজে পায়নি।