সমাজের নানা প্রতিকূলতার মধ্যে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০১৭’ পেলেন ১০ নারী। শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
তারা হলেন- অধ্যাপক সাদেকা হালিম (শিক্ষা), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রানী (গ্রামীণ নারীর স্বনির্ভরতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ অধিকারকর্মী), মারিয়া মান্ডা (খেলাধুলা), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জাবীন (সমাজসেবা), ফারজানা চৌধুরী (নারী উদ্যোক্তা), ড. নাজমানারা খানুম (প্রশাসনিক কর্মকর্তা) ও শারমিন সুলতানা সুমি (সংগীত)।
‘পাক্ষিক অনন্যা’ সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
ফারজানা ইসলাম বলেন, ‘এসব নারীর জীবনগল্প অনুপ্রেরণা জোগাবে। তারাই বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন, ধরবেন। আমার দৃঢ় বিশ্বাস তারাই পারবেন।’
দীপু মনি বলেন, ‘আজকের এ মঞ্চের নারীরা সব প্রতিবন্ধকতা পেরিয়েই সাফল্য পেয়েছেন। তারা আরও সাফল্য পাবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
সম্মাননা অনুষ্ঠানের শুরুতে ছিল জাতীয় সংগীত। এরপর দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দনের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন অনিমা মুক্তি গোমেজ। এরপর সম্মাননাপ্রাপ্তদের জীবনী নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়।