৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার | দুপুর ১:৪৮ মিনিট
ঋতু : শীতকাল | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং

শিরোনাম :
হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের হদিস নেই ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ সিটি করপোরেশন পরিচালনায় কমিটি, কাউন্সিলরের দায়িত্বে থাকবেন যিনি কর্মীদের উদ্দেশে শিবির সেক্রেটারির জরুরি বার্তা ‘শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে, আইন ভাঙলে ব্যবস্থা’ রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর চাঁদাবাজির অভিযোগে সেনা বাহিনীর হাতে সোনারগাঁও উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর গ্রেপ্তার বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ সড়ক যেন অপরাধীদের কবলে ! এ যেন মরন ফাঁদ!!  মদনপুর -মদনগঞ্জ সড়ক|| পুলিশী টহল বৃদ্ধির আশ্বাস ওসির… সাবেক এমপি শামীম ওসমানের স্নেহভাজনআলীর বিএনপি নেতা হওয়ার খায়েশ পূর্বাচলের অস্ত্র উদ্ধার মামলা৭ বছরেও অস্ত্রের উৎস মেলেনি জিআই পণ্যের স্বীকৃতি পেল মধুপুরের আনারস মিরপুরে নয় কানপুরেই শেষ সাকিবের ক্যারিয়ার! অভিনেতা আলাউদ্দিন লাল মারা গেছেন পঞ্চগড়ে কুকুরের কামড়ে নার্সসহ আহত ১৪ দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত : জয়নুল ফারুক স্কুলে ভর্তিতে এ বছরও থাকছে লটারি শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে : জিএম কাদের

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের গ্লাস ভাঙ্গায় প্রবাসীকে মারধর

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অফিস সহকারীর রূঢ় আচরনে ক্ষিপ্ত হয়ে একটি গ্লাস ভাঙ্গায় আজমল হোসেন নামে এক মুক্তিযোদ্ধার প্রবাসী সন্তানকে স্ত্রীর সামনে এলোপাতারি মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের নিচ তলায় আবেদন গ্রহনের স্থানে এঘটনা ঘটে। আটক প্রবাসী আজমল হোসেন ফতুল্লার উত্তর চাষাঢ়া এলাকার মুক্তিযোদ্ধা খাজা মোশারফ হোসেনের ছেলে।

আজমল হোসেন বলেন, ২০ বছর যাবত কানাডায় বসবাস করি। স্ত্রী ও শিশু সন্তানকে কানাডায় নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছি। তাদের পাসপোর্ট নেই। তাই কয়েক মাস আগে স্ত্রী মানসুরা আক্তারের জন্য পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে যাই। তখন এ পাসপোর্ট অফিসটি জালকুড়ি এলাকায় ছিল। ওই সময় সেখানেও তাদের সিকিউরিটি গার্ড এসে আমাকে ধাক্কা দিয়ে বাহিরে বের করে দেয়। এনিয়ে প্রতিবাদ করায় ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে আমার তর্ক হয়। তিনি বলেন, এখন পাসপোর্ট অফিসের নতুন ভবনে ৩মাসের শিশু সন্তানের জন্য পাসপোর্ট করতে স্ত্রীকে সঙ্গে নিয়ে সকালে এসে লাইনে দাড়িয়ে ছিলাম। প্রায় ৩ ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে আবেদন জমা দেয়ার স্থানে যাই। সেখানে একজন লোক আবেদন জমা নিচ্ছেন। আবেদন জমা নেয়ার সময় তিনি প্রত্যেকের সঙ্গেই খারাপ ও রূঢ় আচরন করছে। কিছু না বুঝলে তিনি জানতে চাইবেন অথবা বুজিয়ে দিবেন। কিন্তু তিনি না করে আবেদনপত্র ছুড়ে ফেলে দেয়। লাইনে দাড়িয়ে অনেকের সঙ্গেই এমন করতে দেখেছি। তিনি আরো বলেন, আমার সন্তানের আবেদনপত্র জমা দিলে তিনি ওই পূর্বের আবেদনকারীদের সঙ্গে যে আচরন করেছে আমার সঙ্গেও সেই আচরন করেন। তখন তার কাছে সমস্যা চানতে চাই। তিনি আমাকে সমস্যা না বলে দূরে যেতে বলে। তখন আমিও উচ্চস্বরে তার সাথে কথা বললে সে আমার কাছে কিছু কাগজের কথা বলেন। এসময় সেই কাগজ গুলো আবেদনে রয়েছে এবং দেখিয়ে দেই। এরপরও সে বলে পরে দেখবো। এতে ক্ষিপ্ত হয়ে গ্লাসে ঘুষি দিলে গ্লাস ভেঙ্গে যায়। তখন তাৎক্ষনিক তাদের লোকজন এসে আমার স্ত্রী ও শিশু সন্তানের সামনে আমাকে এলোপাতারি মারধর করে টেনে হিচড়ে তিন তলায় নিয়ে যায়। সেখানেও অনেক মারধর করে আমাকে। আমার স্ত্রী চিৎকার করে তাদের কাছে আমার জন্য ক্ষমা চায়। তারপরও তারা আমাকে মারধর করে। এসময় তাদের অফিসের একজন কর্মকর্তা আমাকে মারধর থেকে রক্ষা করেন। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল আর হাসান বলেন, আবেদনপত্র গ্রহনের জন্য অফিস সহকারী মহসিন ওই ডেস্কে ছিলেন। পর্যায়ক্রমে অনেকের আবেদনপত্র তিনি গ্রহন করেছেন। আজমল হোসেন নামে এক ব্যক্তি তার শিশুর জন্য আবেদনপত্র জমা দেন। ওই আবেদনপত্রে ব্যাংক জমার শ্লিপ ও কাগজপত্রে সত্যায়িত করেনি। বিষয়টি তাকে বোঝানোর পরও সে ক্ষিপ্ত হয়ে গ্লাসে ঘুষি দেয়। তখন গ্লাস ভেঙ্গে মহসিনের উপরে পড়ে তার হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এছাড়া গ্লাস ভাঙ্গা টুকরো পড়ে একটি কম্পিউটারের মনিটরসহ গুরুত্বপূর্ন সরঞ্জাম ভেঙ্গে যায়। আবেদনকারীকে মারধরের বিষয়টি অস্বীকার করে সহকারী পরিচালক মোঃ মাহমুদুল আর হাসান বলেন, আহত অফিস সহকারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এসেছে আমরা আবেদনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।